বিএসএমএমইউতে ই-জিপি সিস্টেম বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
ক্রয় ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করার লক্ষ্যে বিএসএমএমইউ এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর মাধ্যমে দোহাটেক (Dohatec) কর্তৃক “ই-জিপি ট্রেনিং ফর প্রকিউরিং এন্টিটি (পিই) ইউজার (e-GP Training For Procuring Entity (PE) User)” শিরোনামের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিএসএমএমইউর মনোনীত ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউস্থ বোরাক ইউনিক হাইটসে শনিবার (১ মার্চ) সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক নুরুন নাহার খানম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে দোহাটেক এর নলেজ অ্যান্ড ট্রেনিং বিভাগের পরিচালক মোসাম্মৎ তাসলিমা আক্তার তার বক্তব্যে প্রদান প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। সঞ্চালনা করেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ক্রয় ব্যবস্থাকে আরও স্বচ্ছ, গতিশীল করতে ই-জিপি সিস্টেমের ব্যবহার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। ই-জিপি সিস্টেমের ব্যবহার এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে। এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে ই-জিপি বাস্তবায়ন না করায় অনেক সমালোচনা হচ্ছে। এই ব্যবস্থা আরও আগে থেকেই অত্র বিশ্ববিদ্যালয়ে চালু হওয়া প্রয়োজন ছিল। ই-জিপি সিস্টেম বাস্তবায়ন করতে পারলে এই বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় সৃষ্ট হওয়া অনেক প্রশ্নের সমাধান বা উত্তরণের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে।
আরও পড়ুন