Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল


টানা এক সপ্তাহ ধরে চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে চমেকের শিক্ষার্থীরাও ক্লাস বর্জনের কর্মসূচি প্রত্যাহার করেছেন।

 

শনিবার (০১ মার্চ) দুপুরে ‘চমেক শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ’ ব্যানারে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে ইন্টার্ন চিকিৎসকদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য দেন চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও উপাধ্যক্ষ আবদুর রব। এরপর সমাবেশ থেকে কর্মবিরতি ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন ডা. আহমদ হাসনাইন ও শিক্ষার্থী মো. সাকিব হোসেন।


সমাবেশে চমেক অধ্যক্ষ মো. জসিম উদ্দীন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সরকারিভাবে বিষয়গুলো মীমাংসার চেষ্টা চলছে। ১২ মার্চ আদালতের একটি রায় আসার কথা রয়েছে। ১২ তারিখ পর্যন্ত কর্মবিরতি প্রত্যাহার করো, ছাত্ররা ক্লাসে যাও। এরপর যে রায় আসে, তার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে’।  

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, বিএমডিসির নিবন্ধন ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারেন না। এ বিষয়ে মন্ত্রণালয় বিএমডিসিকে দায়িত্ব দিয়েছে।  

 

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্যদের চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন ইন্টার্ন চিকিৎসকরা।  

আরও পড়ুন