যুক্তরাষ্ট্রে টেক্সাসের গেইনস কাউন্টিতে থাকা একটি সাইনবোর্ড
যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসে হামে আক্রান্ত হয়ে এক শিশু মারা গেছে। স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। গত এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রামক এই রোগে এটাই প্রথম মৃত্যুর ঘটনা। সূত্রঃ রয়টার্স
এদিকে, টেক্সাসে হামের প্রাদুর্ভাব শুরুতে সীমিত থাকলেও বর্তমানে তা দুই রাজ্যে ছড়িয়েছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, টিকা না নেওয়া শিশুটি লুবকের কোভেন্যান্ট চিলড্রেন'স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যায়।
হাসপাতালটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যামি থম্পসন বলেন, অনেক শিশুকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসতে দেখেছি। তবে এত দ্রুত মৃত্যু হবে- সেটা আমাদের ভাবনায় ছিল না।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে স্বাস্থ্য ও মানবসম্পদ মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র বলেন, টেক্সাসে হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দু'জন মারা গেছে। তবে পরে তার দপ্তর এ তথ্য সংশোধন করে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
যুক্তরাষ্ট্রের ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন’ (সিডিসি) অনুযায়ী, কাশি বা হাঁচি থেকে শ্বাস-প্রশ্বাসের ড্রপলেটের মাধ্যমে হাম ছড়ায় এবং এতে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার প্রতি এক হাজার জনের মধ্যে ১ থেকে ৩ জন। সিডিসি-র তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এর আগে সর্বশেষ ২০১৫ সালে হামে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা হামের প্রাদুর্ভাবের জন্য অভিভাবকদের শিশুদের টিকা না দেওয়ার সিদ্ধান্তকে দায়ী করেছেন।
আরও পড়ুন