সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা উত্তরের নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের উদ্যোগে Activities Daily Living (ADL) শীর্ষক কর্মশালা অনুুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঢাকা উত্তরের নিউরোডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের উদ্যোগে Activities Daily Living (ADL) শীর্ষক কর্মশালা অনুুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, দেশের বিভিন্নপ্রান্তে থাকা অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপি, মেডিসিন সহ প্রয়োজনীয় স্বাস্থ্য ও রিহ্যাবিলিটেশন সেবা দেয়া হয়। এছাড়াও মনোবিজ্ঞানীর মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা পরামর্শ দেয়া হয়। আর্থিকভাবে সামর্থ্যহীন অভিভাবক এই সুযোগ নিতে পারেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত কর্মশালায় অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তির পিতামাতা, অভিভাবক বা কেয়ারগিভারদের দৈনন্দিন কাজকর্ম কিভাবে সুচারুভাবে সম্পন্ন করা যায় সে বিষয়গুলো হাতে-কলমে দেখানো হয়। বিশেষ করে শিশু, কিশোর ও বিভিন্ন বয়সী ব্যক্তিদের বয়স অনুযায়ী ধাপে ধাপে নিজের হাতে খাবার ও পানি গ্রহণ, দাঁত ব্রাশ করা, হাত ধোয়া, কাপড় পরিধান, বোতাম লাগানো, জুতা পরা ও খোলা, টয়লেট প্রশিক্ষণের মাধ্যমে সকল কাজ করে স্বনির্ভর জীবনযাপনের পদ্ধতি শেখানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব স্পিচ এন্ড ল্যাংগুয়েজ থেরাপিস্টের সভাপতি ও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের সদস্য ফিদা আল শামস। সভাপতিত্ব করেন অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহ-পরিচালক ইশরাত জাহান মারিয়া। প্রশিক্ষক হিসেব উপস্থিত ছিলেন স্পেশাল কেয়ার ফাউন্ডেশনের অকুপেশনাল থেরাপি বিশেষজ্ঞ মো: তৌফিক হাসান।
আরও পড়ুন