রাজধানীর মিরপুরে অফথ্যালমলজি সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসপাতালে নতুনভাবে তিনটি সাব স্পেশালিটি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে
চোখের চিকিৎসায় নতুন তিনটি বিশেষ চিকিৎসাসেবা চালু করেছে অফথ্যালমলজি সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসপাতাল। চিকিৎসাগুলো হচ্ছে– গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, পেডিয়াট্রিক অফথ্যালমলজি ক্লিনিক।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে অফথ্যালমলজি সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসপাতালে নতুনভাবে তিনটি সাব স্পেশালিটি কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ঢাকার সাবেক সভাপতি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম এ হাদী ফকির।
তিনি বলেন, ওএসবিতে তিনটি সাব স্পেশালিটি উদ্বোধন করার ফলে চোখের আধুনিক চিকিৎসাসেবার মান আরও গতিশীল হবে।
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে ডা. এম এ হাদী বলেন, জনগণ যাতে উপকৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু মেশিন স্থাপন আর টেকনিশিয়ান নিয়োগ দিলেই হবে না। দক্ষ শিক্ষক এবং চিকিৎসক যেন থাকে। যাতে মানুষ যথাযথভাবে চোখের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে। পাশাপাশি ওএসবি যাতে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে চিকিৎসকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. শাহিনুর রহমান, অধ্যাপক ডা. সাজিদ আব্দুল খালেক, মেম্বার সেক্রেটারি ডা. মো. জিন্নু রেইন, ট্রেজারার ডা. সৈয়দ মেহবুব উল কাদির, সদস্য ডা. মো. আবদুর রশিদ, অধ্যাপক ডা. মিজানুর রহমান মিয়া ও অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন