ISO 15189: 2012 অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি সংবলিত হাসপাতাল হিসেবে স্বীকৃতি পাওয়ায় চট্টগ্রামের পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড এ আয়োজিত অনুষ্ঠান
চট্টগ্রামের প্রথম ISO 15189: 2012 অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি সংবলিত হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে পার্কভিউ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পার্কভিউ কনফারেন্স হলে সনদপ্রাপ্তি উৎযাপন করা হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরা কর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
ডা. মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর মিসেস আমেনা শাহীন, ল্যাব ডিরেক্টর ডা. মাহাবুবুর রহমান চৌধুরী, রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহেদ আহমেদ, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট অধ্যাপক ডা. সঞ্জয় কান্তি বিশ্বাস, অনকোলজি বিশেষজ্ঞ ডা. শেফাতুজ্জাহান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. রোকসানা আহমেদ, বায়োকেমিস্ট্রি কনসালট্যান্ট ও কোয়ালিটি ম্যানেজার ডা. প্রসূন বড়ুয়া, পার্কভিউ হসপিটালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন (ল্যাব) নাঈমুর রহমান, মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (BAB) অনুমোদিত এই স্বীকৃতি আন্তর্জাতিক মানসম্পন্ন ইন্টারন্যাশনাল ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন কো-অপারেশন (ILAC) এর অধীনে অনুমোদিত, যা পার্কভিউ হসপিটালের মেডিকেল ল্যাব রিপোর্টকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য করে তুলবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্কভিউ হসপিটালের এই স্বীকৃতি শুধু হাসপাতালের জন্যই নয়, বরং চট্টগ্রামের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
আরও পড়ুন