ডাক্তার পদবি সংক্রান্ত রিটের নিষ্পত্তিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা
ডাক্তার পদবী সংক্রান্ত রিটের নিষ্পত্তিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। সেই সাথে অব্যাহত থাকবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মেডিকেল শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ডক্টরস’ মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রিটের শুনানি আজ শেষ হলো, রায় ঘোষণার তারিখ দেওয়া হয়েছে ১২ই মার্চ ২০২৫। আমরা আমাদের ৫ দফা দাবির মধ্যে ১ টি দাবির দিকে কিছুটা অগ্রসর হতে পেরেছি। তবে যাত্রা এখানেই থেমে থাকবেনা। বাকি দফাগুলো নিয়ে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আগামীকাল দাবি আদায়ে বসবো।
আগামী ৪৮ ঘন্টা সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং ইন্টার্নদের কর্মবিরতি চলমান থাকবে।
আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৫, সকাল ১১ টায় স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবে সকল চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীরা। আলোচনার মাধ্যমে সমাধান বা কার্যকরী পদক্ষেপ না দেখলে ৪৮ ঘন্টা পর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
আরও পড়ুন