বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত ‘বিডিআর হত্যাকাণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডা. লুৎফর রহমান খান স্মারক বক্তৃতা-২০২৫’ আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ৮ম তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে মানসিক স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখা শহীদ লেফটেন্যান্ট কর্নেল ডা. লুৎফর রহমান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. মো. হারুন আল রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদ, ড্যাবের সহ-সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা সেনানিবাস সিএমএইচ এর প্রাক্তন চীফ ফিজিশিয়ান জেনারেল অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) এর আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আব্দুল মোত্তালিব।
অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন বিএপির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ।
আরও পড়ুন