Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট অবিলম্বে নিষ্পত্তির দাবি বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশনের

Main Image

বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন


ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিট অবিলম্বে নিষ্পত্তির দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের আহ্বায়ক ডা. নেয়ামত হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে সকল আইনী জটিলতা নিরসনসহ কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন। একইসাথে মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট, ইন্টার্ন চিকিৎসক, সরকারি বেসরকারি সকল শ্রেনীর চিকিৎসকের যৌক্তিক ও বিধিবদ্ধ দাবীর প্রতি নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছে সংগঠনটি।

 

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিএমডিসি এক্ট ২০১০ এর ধারা ২৯ অনুযায়ী শুধুমাত্র এমবিবিএস / বিডিএস ডিগ্রী ব্যতিত মেডিকেল পেশার সাথে জড়িত কোনো পেশাজীবী ডাক্তার পদবী ব্যবহারের এখতিয়ার রাখেন না। এমবিবিএস ও বিডিএস একটি বৈশ্বিক স্বীকৃতিপ্রাপ্ত প্রফেশনাল ডিগ্রী। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, মেডিকেল পেশার সাথে জড়িত মেডিকেল এসিস্ট্যান্টদের কতিপয় পথভ্রষ্ট পেশাজীবী উক্ত ধারাকে অমান্য করে রিট মামলা দাখিল করেছেন এবং আইনের কোনোরূপ ব্যাখ্যা ব্যতিতই রিটকে পুঁজি করে অবৈধভাবে নামের সাথে ডাক্তার পদবী ব্যবহার করে অবৈধভাবে চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। এতে সাধারন মানুষ প্রতারিত হচ্ছে, চিকিৎসার নামে অপচিকিৎসা ও কুচিকিৎসার প্রসার হয়েছে, রোগীর শারিরীক, আর্থিক ও মানসিক ক্ষতির কারণ হচ্ছে। এসবের দায়ভার এসে পড়ছে চিকিৎসক সমাজের উপর। বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ন, কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগের অবহেলায় বার বার এই রিট মামলার রায় পেছানো হচ্ছে এবং পথভ্রষ্টদের চাতুর্যপূর্ন প্রতারনা চলমান রয়েছে। এতে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে দেশের অগণিত দরিদ্র মানুষ সহ সমাজের সকল স্তরের চিকিৎসাপ্রার্থী।

 

সরকার কর্তৃক যথাযথ ব্যবস্থাদি গ্রহন দৃশ্যমান না হওয়ায় দেশের চিকিৎসা পেশার সাথে জড়িত মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট, ইন্টার্ন চিকিৎসক গণ, সরকারি বেসরকারি সকল পর্যায়ের চিকিৎসকগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তাই বিএমডিসি এক্ট ২০১০ এর ধারা ২৯ সমুন্নত রাখার স্বার্থে তথা মানবচিকিৎসায় শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রী ব্যতিত অন্য কেউ যাতে ডাক্তার পদবী ব্যবহার করতে না পারে এ ব্যাপারে সকল আইনী জটিলতা নিরসনসহ কঠোর পদক্ষেপ গ্রহনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার এসোসিয়েশন। 

আরও পড়ুন