ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ (ইউমব) এর উদ্যোগে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধ, চিকিৎসা পেশার মর্যাদা রক্ষা, আদালতে চলমান আইন বহির্ভূত রিট ও ম্যাটস সমস্যা সমাধানের লক্ষ্যে জরুরি মতবিনিময় সভা করেছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশ (ইউমব)। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন অব বাংলাদেশের (ইউমব) চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন, ইউমবের মুখপাত্র ডা. দীপ্ত মজুমদারসহ অন্যরা।
মতবিনিময় সভায় বলা হয়, ম্যাটসরা রাষ্ট্রীয় অব্যবস্থাপনার শিকার: তাদের পদবী, কোর্স কারিকুলাম, কাজের পরিধি সবকিছু পূণর্মূল্যায়ন করে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে রকম হওয়া উচিত সে রকমভাবে সকল কিছু গোছাতে হবে। রাষ্ট্রের প্রয়োজনে তাদের তৈরী করা হয়েছে। সুতরাং রাষ্ট্রকেই ঠিক করতে হবে তাদেরকে কোন অবস্থানে রাখবেন। ম্যাটসরা চাপ সৃষ্টি করে তাদের পদবী, কোর্স কারিকুলাম, কাজের পরিধি পরিবর্তন করার কোন এখতিয়ার রাখে না। রাষ্ট্রকে ঠিক করতে হবে তাদেরকে কিভাবে দেশের স্বাস্থ্য সেবায় নিজেদের অবস্থানে থেকে সম্মানের সাথে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া যায়।
ইউমবের চিফ কো-অর্ডিনেটর ডা. মোবারক হোসাইন বলেন, ‘আজকে আমরা অভ্যন্তরীণ প্রোগ্রাম করেছি। মতবিনিময় সভা শেষে পরবর্তীতে সিদ্ধান্ত যা হয় প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
আরও পড়ুন