
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
বিভিন্ন মাধ্যমে কমিউনিটি ক্লিনিক নামে বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা করছে- তার সবই ভূয়া বলে জানিয়েছেন সরকারের কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যান বিভাগ। রোববার (২৩ ফেব্রুয়ারি) লাইন ডিরেক্টর ডা. মুহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত নোটিশে এই সতর্কবার্তা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্হ কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যানের আওতায় বিগত বছর বা বর্তমান বছরে কোন নিয়োগ কার্যক্রম ছিলো না বা বর্তমানেও নেই। বিভিন্ন মাধ্যমে কমিউনিটি ক্লিনিক নামে বিভিন্ন প্রতিষ্ঠান যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বা করছে সবই ভূয়া।’’
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার অপারেশন প্ল্যানের আওতায় কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তা স্বাস্থ্য অধিদপ্তর ও কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একইসাথে উক্ত বিজ্ঞপ্তি সকল সিভিল সার্জন কার্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশ বোর্ডেও প্রদর্শন করা হবে।
আরও পড়ুন