Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে সোমবার

Main Image

সরকারি মেডিকেল কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে সোমবার


সারাদেশে সরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির সময় শেষ হচ্ছে আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি)। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।


এ বছর সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা ছিলো প্রথম দফায় ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। পরে ওই সময় বাড়িয়ে করা হয় ১৫ ফেব্রুয়ারি। শিক্ষার্থী ভর্তিতে সেই সময় আবার বাড়িয়ে ২৪ ফেব্রুয়ারি করা হয়।

 

নতুন শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হয় গত ১৭ জানুয়ারি। ১৯ জানুয়ারি উত্তীর্ণদের ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে ৫ হাজার ৩৭২ জন নির্বাচিত হন, যাদের মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান কোটার ১৯৩ জন রয়েছেন।

 

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে ১ লাখ ৩৫ হাজার ৬৬৫ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন।

আরও পড়ুন