Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


খুলনা মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

Main Image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল


অবিলম্বে ১০ হাজার ডাক্তার নিয়োগ, ডাক্তারদের বিসিএস দেয়ার বয়সসীমা ৩৪ বছর করা ও এমবিবিএস ও বিডিএস পাশ ছাড়া কেউ ডাক্তার ডিগ্রী লিখতে পারবে না মর্মে আইন করাসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। 

 

খুমেক হাসপাতালে ইন্টার্ণ ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা: আরাফাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘আওয়ামী সরকার ম্যাটসদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়ার সম্পূর্ণ বেআইনি ও আত্মঘাতি সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছিল। আমরা স্বাস্থ্যখাতের বিপ্লব সাধনের জন্য পাঁচ দফা দাবি পেশ করেছি। আমাদের দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

আরও পড়ুন