Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের শাটডাউন

Main Image

পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন এবং রাজশাহী মেডিকেল কলেজের ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসক


পাঁচ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে কমপ্লিট শাটডাউন এবং রাজশাহী মেডিকেল কলেজের ক্লাস, পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (২৩ ফেব্রুয়ারি) ১২টা থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. আব্দুল্লাহ।

 

তিনি জানান, দুপুর ১২টা থেকে দেশের সব মেডিকেল হাসপাতালে কমপ্লিট শাটডাউন ও মেডিকেল কলেজ ক্লাস পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমের বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। পাঁচ দফা দাবি মানা না পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

 

তাদের দাবিসমূহ হচ্ছে, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার পদবী লিখতে পারবে না, দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ করতে হবে, ডাক্তারদের বিসিএসের বয়স সীমা ৩৪ বছর পর্যন্ত করতে হবে, সকল মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধ করতে হবে।

আরও পড়ুন