Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


৫ দফা দাবি আদায়ে শাটডাউনের হুঁশিয়ারি রমেকের ইন্টার্ন চিকিৎসকদের

Main Image

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান নেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা


এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ, ম্যাটসের কার্যক্রম বন্ধ, বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে ঘণ্টাব্যাপী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর মেডিকেল মোড়ে অবস্থান করে এই কর্মসূচি পালন করে তারা। 

 

এর আগে রংপুর মেডিকেল কলেজের সামনে রংপুর মেডিকেল কলেজসহ বেসরকারি কমিউনিটি মেডিকেল কলেজ ও প্রাইম মেডিকেল কলেজের শত শত ইন্টার্ন ডাক্তার বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা মিছিল নিয়ে মেডিকেল মোড়ে রংপুর ঢাকা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ইন্টার্ন ডক্টরস সোসাইটির রংপুরের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক ডা, কাওছার আহাম্মেদ, কমিউনিটি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক সুরভী রহমানসহ অন্যান্য চিকিৎসকরা।

 

এসময় বক্তারা আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেন। অন্যথায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দেন তারা।

আরও পড়ুন