অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ
বাংলাদেশে লিভার রোগের চিকিৎসকদের জাতীয় সংগঠন “এসোসিয়েশন ফর দ্যা স্টাডি অব লিভার ডিজিজেস বাংলাদেশ (ASLDB) - এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বংগবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম এবং সাধারণ সম্পাদক চট্টগ্রাম মেডিকেল কলেজের হেপাটলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবদুল্লাহ আল মাহমুদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সারাদেশ থেকে আগত লিভার বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে সংগঠনের বার্ষিক সন্মেলন পরবর্তী সভায় ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচিত হয়।
সভায় উপস্থিত চিকিৎসকগণ প্রতিটি মেডিকেল কলেজে লিভার বিভাগ প্রতিষ্ঠা এবং লিভার বিশেষজ্ঞগনের পদায়নের মাধ্যমে সারাদেশে লিভার রোগ চিকিৎসাসেবা সম্প্রসারণের তাগিদ দেন এবং একটি জাতীয় লিভার ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানান।
আরও পড়ুন