Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিসিপিএস আয়োজিত গবেষণা পদ্ধতি কর্মশালা শুরু শনিবার

Main Image

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)


বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) আয়োজিত ৪ দিনব্যাপি গবেষণা পদ্ধতি কর্মশালা শুরু হচ্ছে শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে। কর্মশালা শেষ হবে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি)। এতে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে এসব প্রশিক্ষণার্থীর তালিকা প্রকাশ করা হয়।

 

এতে জানানো হয়, এফসিপিএসের ২৬৫তম ব্যাচের গবেষণা পদ্ধতি কর্মশালার আয়োজন করা হয়েছে। ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মশালায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া তিন দিনব্যাপি এই কর্মশালা প্রতিষ্ঠানটির ২০৭ নম্বর রুমে অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

আরও পড়ুন