পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রীবাহী বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গেছে। এতে অ্যাম্বুল্যান্সে থাকা ৫ জন আহত হন। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেতুর ৩০ নম্বর পিলারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা যায়, একটি অ্যাম্বুল্যান্স পদ্মা সেতু পেরিয়ে জাজিরা প্রান্তের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা বরিশালগামী ইলিশ পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুল্যান্সের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর পথচারী ও অন্যান্য যানবাহনের যাত্রীরা আহতদের উদ্ধার করে শিবচরের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। এ সময় সেতুর জাজিরা প্রান্তের লেনে সাময়িক যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুল্যান্স সরিয়ে নেয় এবং নিজেদের জিম্মায় রাখে।
আরও পড়ুন