Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ভোলার মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

Main Image

ভোলার মনপুরা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত


ভোলার মনপুরা উপজেলায় দিনব্যাপী বিনামূল্যে ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপী উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ মানসিক স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম চলে।

 

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিকস- এর উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেলের তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দেন।

 

ঢাকা থেকে আগত চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডা. মো. তৈয়বুর রহমান, ডা. মো. আরিফুজ্জামান, ডা. শাহাদাত হোসাইন প্রমুখ।  

এ সময় অন্যান্যের মধ্যে মনপুরা হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

 

এ ক্যাম্পে মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীরদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

 

ক্যাম্প সম্পর্কে অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার জানান, মানসিক রোগ নিয়ে মানুষের ভ্রান্তি কমতে শুরু করলেও এখনো বিরাট জনগোষ্ঠী মানসিক রোগকে জ্বীন ভূতের আসর, আলগা লাগা, মানুষের ক্ষতি বলে বিশ্বাস করে। ‌
এই রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি ও দেশের প্রান্তিক এলাকায় সুবিধাবঞ্চিত মানসিক রোগীদের চিকিৎসা দেয়ার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট ( বি এ পি) ভোলার মনপুরা উপজেলায় মানসিক রোগের ক্যাম্পের আয়োজন করে। 

আরও পড়ুন