Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


এসবিএমসি আন্তঃমেডিকেল বিতর্কে চ্যাম্পিয়ন ঢামেক, রানার আপ চমেক

Main Image

পুরস্কার গ্রহণ করছেন এসবিএমসি আন্তঃমেডিকেল বিতর্কে চ্যাম্পিয়ন ঢামেক ও রানার আপ চমেক দল


শের-ই-বাংলা মেডিকেল কলেজ (এসবিএমসি) ডিবেটিং ফোরামের উদ্যোগে হয়ে গেল প্রথম জাতীয় আন্তঃমেডিকেল বিতর্ক প্রতিযোগিতা।  এতে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বিতর্ক দল। প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) বিতার্কিকরা। 

 

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কলেজের নাসিমুজ্জামান মেহেদী অডিটরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার সেমি-ফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ ও মডারেটর ডা. মো. রেফায়েতুল হায়দার, শেবাচিম শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, মডারেটর ডা. অহিদা সুলতানা, মডারেটর ডা. এফ আর খান, অধ্যাপক ডা. হানিফ হাওলাদার, ডা. চন্দনা সরকার, ডা. এ এন এম মাইনুল ইসলাম, ডা. আবিদা সুলতানাসহ অনেকে।  

 

গত ৭ ও ১০ ফেব্রুয়ারি অনলাইনে প্রাথমিক পর্ব ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি শেবাচিমে দিনব্যাপী এ আয়োজনে সেমি-ফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

 

ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে সেমিফাইনাল পর্বের প্রতিদ্বন্দ্বিতা হয়। 

 

সবশেষ ফাইনাল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল। তাদের  বিতর্কের নির্ধারিত বিষয় ছিল- ‘এই সংসদ একজন নবীন ডাক্তার হিসেবে বাংলাদেশে প্র্যাকটিস করবে না’। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ বিতর্ক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা মেডিকেল কলেজের বিতার্কিকরা।  প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন তাসদিদ ইসলাম তুরাব, ফারহান ফুয়াদ চৌধুরী ও মিসবাহ উজ জামাল। 

 

একই দিনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং বারোয়ারী বিতর্কও অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সারাদেশের ২০টি মেডিকেল কলেজ থেকে সর্বমোট ২৬টি দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন