Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেলেন স্বাচিপ নেতা ডা. হেলাল উদ্দিন

Main Image

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. হেলাল উদ্দিন


পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পেলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা অধ্যাপক ডা. হেলাল উদ্দিন। ইতোপূর্বে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগে কর্মরত ছিলেন তিনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সার্ভিসের কর্মকর্তা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি  সাইকিয়াট্রি বিভাগের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদকে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। একইসঙ্গে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. শাফকাত ওয়াহিদকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পার-১ শাখায় ন্যস্ত করা হলো।

 

এতে আরও বলা হয়, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৫ কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

 

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

আরও পড়ুন