Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


হজযাত্রীদের হজের আগেই মেনিনজিটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে

Main Image

চলতি বছরে হজের আগেই মেনিনজিটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে হজযাত্রীদের


চলতি বছরে হজের আগেই মেনিনজিটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা নিতে হবে হজযাত্রীদের। এবারের হজগামীদের জন্য নির্ধারিত শর্তের মধ্যে এ আদেশ জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত যারা একবারও হজ করেননি, এ বছর রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে প্রাধান্য দেয়া হবে। সূত্র : গালফ নিউজ

 

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যারা হজ করতে আগ্রহী তাদের শারীরিকভাবে ফিট থাকতে হবে। দুরারোগ্য ও মরণব্যাধীতে যারা ভুগছেন, তাদের হজের সুযোগ পাবেন না। এছাড়া আগ্রহী হজযাত্রীদের হজের আগে মেনিনজিটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া সম্পন্ন করতে হবে।

 

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক আরও যেসব শর্ত নির্ধারণ করা হয়েছে সেগুলো হলোঃ

 

নির্দেশনায় আরেকটি শর্ত হিসেবে বলা হয়েছে, ন্যাশনাল কার্ড অথবা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকতে হবে। হজের রেজিস্ট্রেশনের সময় শতভাগ নির্ভুল তথ্য দিতে হবে। যদি কেউ ভুল তথ্য দেন তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে।

 

এছাড়া হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তাহলে পরিশোধিত অর্থ আর ফেরত পাবেন না। এটি মেনেই রেজিস্ট্রেশন করতে হবে। হজযাত্রীদের সবাইকে স্বাস্থ্য ও প্রতিরোধ নিয়ম-নীতি, পবিত্র স্থানগুলোতে যাওয়ার নির্দিষ্ট সময় অনুসরণ করতে হবে। এছাড়া চলাচল, জড়ো হওয়া ও থাকার স্থান সংক্রান্ত সব নির্দেশনাও কঠোরভাবে মানতে হবে।

 

যাদের হজের অনুমোদন দেয়া হবে, তাদের নুসুক অ্যাপের মাধ্যমে এটি প্রিন্ট করতে হবে। যেন অনুমোদনের কাগজে থাকা কিউআর কোডটি ভালোভাবে দেখা যায়। হজের পুরো সময়টায় এই কাগজটি সাথে রাখতে হবে। এছাড়া নিজে ছাড়া অন্য কাউকে এই কাগজটি দেয়া যাবে না। এছাড়া এবারের হজে হজযাত্রীরা তাদের সঙ্গে শিশুদের নিতে পারবেন না বলেও জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

আরও পড়ুন