Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্যখাতে অরাজকতার প্রতিবাদ ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের

Main Image

সম্প্রতি ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের অযৌক্তিক ৪ দফা দাবি এবং তার প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা


সম্প্রতি ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের অযৌক্তিক ৪ দফা দাবি এবং তার প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ চলাচালে সংশ্লিষ্ট চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা জানান, দেশে চলমান স্বাস্থ্যখাতে অরাজকতার বিরুদ্ধে তাদের এই অবস্থান। 

 

বক্তারা বলেন, ম্যাটসকে আমরা অসম্মান করি না। তারা তাদের নির্ধারিত কাজ করুক- এতে আমাদের কোন আপত্তি নেই। তাদেরকে চিকিৎসকের সমমানে উন্নীত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান তারা। একই হাসপাতালে এমবিবিএস পরবর্তী ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি তাদেরকে কিছুতেই ইন্টার্নশিপ ট্রেইনিং করার সুযোগ দেয়া যাবে না। 

 

চিকিৎসক নেতারা বলেন, নিজেদেরকে চিকিৎসক দাবি করে উপজেলা ও গ্রামগুলোতে অপচিকিৎসা দিচ্ছে ম্যাটস ডিগ্রিধারীরা। তাদের কারণে দেশে অ্যান্টিবায়োটিক রেজস্ট্যিান্স বেড়ে যাচ্ছে। 

আরও পড়ুন