ডা. মেহজাবীন চিশতি
যুক্তরাজ্যের রয়্যাল কলেজের বিশেষায়িত একটা ডিগ্রি মেম্বারশিপ আব দ্য রয়্যাল কলেজ আব পেডিয়াট্রিকস অ্যান্ড চাইল্ড হেলথ (এমআরসিপিসিএইচ) এর ক্লিনিক্যাল এক্সামে এ যাবতকালের সর্বোচ্চ নাম্বার পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক ডা. মেহজাবীন চিশতি। ৮২ নম্বরের পরীক্ষায় ৮১ পেয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য শেয়ার করেছেন কার্ডিওলজিস্ট ডা. মারুফ রায়হান খান।
তিনি জানান, ডা. মেহজাবীন চিশতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বেসরকারি জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০১৩ সাল থেকে তিনি স্কয়ার হসপিটালের নিওনেটাল আইসিইউতে কাজ করা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে কাজ করেন ডা. মেহজাবীন চিশতি।
আরও পড়ুন