কুমিল্লা হাউজিং স্টেট স্কুল ও কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন করেছে মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘ আধূনিক’ কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিট
কুমিল্লা হাউজিং স্টেট স্কুল ও কলেজে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন করেছে মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন ‘ আধূনিক’ কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিট। রোববার (৯ ফেব্রুয়ারি) আয়োজিত ক্যাম্পেইনের অধীনে ৫ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন আধূনিক এর উপদেষ্টা ডা: সাইদুর রহমান, সেক্রেটারি নাজমুল গাজী, প্রচার সম্পাদক মারুফ হাসান সহ আধূনিক এর সদস্যরা।
আধূনিকের পক্ষ থেকে সাঈদ তানজিমুল হক জানান, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কুমিল্লা হাউজিং স্টেট স্কুল ও কলেজ এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করতে পেরেছি। এই ক্যাম্পেইনের অধীনে আমরা ৫ শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ধারণ করে দিয়েছি। ক্যাম্প আয়োজনে সহযোগিতার জন্য হাউজিং স্টেট স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষককে আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন