বিএসএমএমইউতে আন্তর্জাতিক মৃগীরোগ দিবস ২০২৫ উদযাপিত
বিএসএমএমইউতে আন্তর্জাতিক মৃগীরোগ দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য জনসচেতনতামূলক র্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
এ সময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, মৃগীরোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। মৃগীরোগের উন্নত চিকিৎসা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। চিকিৎসার মাধ্যমে মৃগীরোগ নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থ থাকা সম্ভব।
এ সময় বিএসএমএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বাহাদুর আলী মিয়া, অধ্যাপক ডা. শেখ মাহাবুব আলম, অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. আনিস আহমেদ, সহযোগী অধ্যাপক ডা. মো. মাসুদ রানা, সহকারী অধ্যাপক ডা. কাজী জান্নাত আরাসহ অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন