Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ওসমানী মেডিকেলের নতুন ভাইস প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. সালেহ আহমেদ

Main Image

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ডা. সালেহ আহমেদ শাহীনকে রোববার (৯ ফেব্রুয়ারি) তাৎক্ষণিক সংবর্ধনা জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ),সিলেট জেলা শাখা


অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতিসহ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেলেন ডা. সালেহ আহমেদ শাহীন। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারিকৃত প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। ইতোপূর্বে একই প্রতিষ্ঠানের ডার্মাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

 

এদিকে, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ভাইস-প্রিন্সিপাল হিসেবে নিয়োগ পাওয়ায় অধ্যাপক ডা. সালেহ আহমেদ শাহীনকে রোববার (৯ ফেব্রুয়ারি) তাৎক্ষণিক সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সিলেট জেলা শাখা। 

আরও পড়ুন