Advertisement
Doctor TV

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


চার দাবিতে ফের শাহবাগে ম্যাটসের শিক্ষার্থীদের অবস্থান

Main Image

চার দফা দাবিতে ফের রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা


চার দফা দাবিতে ফের রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। তাদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়েরর লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী ৭ কার্যদিবসের এসব দাবি পূরণের কথা ছিল। রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে যান শিক্ষার্থীরা। এরপর তারা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

 

ম্যাটস শিক্ষার্থীদের ৪টি লিখিত দাবি হচ্ছেঃ 

 

১। ১ যুগের (১২ বছরের) অধিক সময় ধরে নানান অজুহাতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর শুন্য পদে বন্ধকৃত নিয়োগ অতিদ্রুত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষে উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে (কারণ, ওখানে চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসা শিক্ষায় শিক্ষিতদের এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি কিন্তু এন্টিবায়োটিক সহ অন্যান্য ঔষধের মাধ্যমে সেবা প্রদান করা হয়, যা জনগনের সাথে এক ধরনের প্রতারনা)

 

২। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তন (১৯৮৫ সালের সিদ্ধান্ত) সহ ২০২১ এর কোর্স কারিকুলামের ত্রুটি ও অসংগতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রনয়ন করতে হবে।

 

৩। উচ্চ শিক্ষা বঞ্চিত, বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান করতে হবে।

 

৪। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন সহ প্রস্তাবিত সকল ধারায় সংশোধনী সহ বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন