ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী তরুণ ক্যান্সার সম্মেলনে অতিথিরা
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল “1st National Youth Cancer Congress 2025”। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী তরুণ ক্যান্সার সম্মেলনে দেশের প্রায় ১৫টি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও নবীণ চিকিৎসক অংশগ্রহণ করেন।
সম্মেলনের আয়োজক ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক বলেন, প্রতি বছর ক্যান্সার এওয়ারনেস ফাউন্ডেশন অফ বাংলাদেশ নানা উদ্যোগের মাঝে বিশ্ব ক্যান্সার দিবস পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় এই বছর তারা প্রথমবারের মতো জাতীয় তরুণ ক্যান্সার সম্মেলনের আয়োজন করেছে। তিনি বলেন, আমাদের দেশে সাধারণত শিক্ষার্থীদের নিয়ে এই ধরনের বৈজ্ঞানিক সম্মেলন খুব একটা হয় না। অথচ তরুণরাই দেশের ভবিষ্যৎ গড়ার কান্ডারী। ক্যান্সারের চিকিৎসা, প্রতিরোধ ও গবেষণায় আমাদের তরুণদের উৎসাহ বৃদ্ধি ও দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে এই আয়োজন সহায়ক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ও প্রবীণ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. লতিফা শামসুদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ক্যান্সার রোগের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে চলেছে। বর্তমানে দেশে যেই পরিমান ক্যান্সার রোগী আছে, তা আগামী দশকের মাঝে দ্বিগুনেরও বেশি হবে। এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসার জন্য যে সংখ্যক দক্ষ জনবল প্রয়োজন তা আমাদের নেই। তাই তিনি জানান এই ধরনের আয়োজন তরুণদের মাঝে ক্যান্সার চিকিৎসা, গবেষণা কার্যক্রমকে জনপ্রিয় করতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার লতিফা শামসুদ্দীন বলেন, তরুণ চিকিৎসকদের মানবিক চিকিৎসক হতে হবে ও এই সেবাকে আরো সম্প্রসারিত করতে সরকারকে উদ্যোগী হতে হবে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. এ এফ এম কামালউদ্দিন, ডা. জাহাংগীর আলম, ডা. লুবনা মরিয়ম, ডা. মিথিলা ফারুকী, ডা. আরমান রেজা চৌধুরী, ডা. মানিফা নাজ ফাতমাসহ অনেকে।
আরও পড়ুন