Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


না ফেরার দেশে মেডিকেল শিক্ষার্থী প্রতিভা সরকার মিতু

Main Image

না ফেরার দেশে চলে গেলেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী প্রতিভা সরকার মিতু (২২)


সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন রাজধানীর পপুলার মেডিকেল কলেজের কৃতি শিক্ষার্থী প্রতিভা সরকার মিতু (২২)। শনিবার (৮ ফেব্রুয়ারি) কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্বজনেরা জানান, গত ৩০ জানুয়াারি (বৃহস্পতিবার) রাতে তাঁর স্বামী নবীন চিকিৎসক ডা. অর্ঘ্য অমৃত মন্ডলের সঙ্গে সাতক্ষীরা থেকে ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অমৃত মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত মিতুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। অবশেষে, চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

 

সদ্য প্রয়াত প্রতিভা সরকার মিতু ছিলেন পপুলার মেডিকেল কলেজের ১২তম ব্যাচের কৃতি শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পপুলার মেডিকেল কলেজ পরিবার। 

 

আরও পড়ুন