Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্যার সলিমুল্লাহ মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

Main Image

এসএসএমসি ডে-২০২৫ আয়োজনের সবশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে


পুরান ঢাকার মানুষের চিকিৎসায় নির্ভরতার প্রতিষ্ঠান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) ও মিটফোর্ড হাসপাতাল। আগামীকাল শনিবার ৮ ফেব্রুয়ারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। ইতোমধ্যে বর্ণাঢ্য আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এটি প্রায় সাড়ে তিন হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীনের।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এসএসএমসি ডে-২০২৫ আয়োজনের সবশেষ পরিস্থিতি জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার মানুষের জন্য একটি বিশেষ দিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও পদে কর্মরত। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সাড়ে তিন হাজারের বেশি সাবেক ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। এদের মধ্যে উল্লেখযোগ্য আন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর উপস্থিত থাকবেন।

 

এসএসএমসি ডে ২০২৫ আয়োজন কমিটির সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি ৮ ফেব্রুয়ারির পরিকল্পনার তথ্য তুলে ধরে বলেন, সকাল সাড়ে ৭টা থেকে রেজিস্ট্রেশন কিট বিতরণ শুরু হবে। এরপর সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কলেজে পিঠা উৎসব হবে। এই সময়ের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল সোয়া ৯টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন থাকবে। বেলা ১১টায় আনন্দ শোভাযাত্রা। সাড়ে ১১টায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে রম্য বিতর্ক আয়োজন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নাম ও দুপুরের খাবারের বিরতি। আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় র‌্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।

 

এবারের আয়োজন জুলাই ২৪ এর ছাত্রজনতাকে উৎসর্গ করা হয়েছে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খান, এসএসএমসি ডে ২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক ডা. তৌহিদুর রহমান ববি এবং সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমি প্রমুখ।

আরও পড়ুন