শাহ মখদুম মেডিকেল কলেজ, রাজশাহী
বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবন্ধন না থাকা সত্ত্বেও চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গত ২৬ জানুয়ারি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত শাহ মখদুম মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।”
উইকিপিডিয়ার তথ্যমতে, শাহ মখদুম মেডিকেল কলেজ রাজশাহীতে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ। তবে কলেজটি এখন পর্যন্ত বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন পায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় ২০২০-২০২১ শিক্ষা বর্ষে তাদের ভর্তি নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন