Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


‘ডাক্তার’ লেখা নিয়ে দায়ের করা রিটের শুনানি ৮৯ বারের মতো পেছাল

Main Image

হাইকোর্ট


নামের আগে ‘ডাক্তার’ লেখা নিয়ে দায়ের করা রিটের শুনানি মোট ৮৯ বারের মতো পিছিয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ রিটের অসমাপ্ত শুনানির তারিখ ধার্য করা হলেও মামলার নিষ্পত্তি হয়নি। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি।

 

উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২তম ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। এই আইনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতে (নং–২৭৩০/২০১৩) রিট করা হয়। 

 

২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে এক অদৃশ্য কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিটটি এ পর্যন্ত আদালতে ৮৯ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি। রিটের নিষ্পত্তি না হওয়াও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জন সাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন তারা। 

আরও পড়ুন