চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এর “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫” জমকালো আয়োজনে উদ্বোধন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)-এর “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫” জমকালো আয়োজনে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৪ই ফেব্রুয়ারি) সকাল ৯টায় কলেজের খেলার মাঠে উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে- চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবদুর রব, অর্থোপেডিক্ সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু খালেদ মুহম্মদ ইকবাল, পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মারুফ-উল-কাদের, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম কামরুল হক, অর্থোপেডিক্ সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইমরোজ উদ্দীন, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম হাবিব, নাক, কান, গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. এইচ, এস, মোবারক হোসেন, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনজুর-ই-মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন