ময়মনসিংহের ত্রিশালে গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসায় আট বছরের এক শিশুর মৃত্যু
ময়মনসিংহের ত্রিশালে গ্রাম্য ডাক্তারের অপচিকিৎসায় আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বাঁশের কঞ্চি দ্বারা আঁচড় লাগার কারণে বাচ্চাটিকে ওই তথাকথিত ‘গ্রাম্য ডাক্তার’ এর কাছে নিয়ে যান স্বজনেরা। শিশুটিকে তিনি পর পর ৫টা ইঞ্জেকশন দেন। ৫ম ইঞ্জেকশন দেয়ার সাথে সাথেই শিশুটি মারা যায়। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ডক্টর টিভিকে এসব তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. হাবিবুর রহমান সোহাগ।
তিনি জানান, আমার গ্রামের বাড়ি ত্রিশাল, ময়মনসিংহ। ঘটনাটি আমার বাসার খুব কাছে। যতটুকু শুনেছি বাঁশের কঞ্চি দ্বারা আঁচড় লাগার কারণে বাচ্চাটিকে ওই তথাকথিত "গ্রাম্য ডাক্তার" এর কাছে নিয়ে গেলে তিনি পর পর ৫টা ইঞ্জেকশন দেয়। ৫ম ইঞ্জেকশন দেয়ার সাথে সাথেই বাচ্চাটি মারা যায়। শিশুটির বয়স ছিলো ৮ বছর। আর কি কি ইঞ্জেকশন দেয় সেটা এখনও জানতে পারিনি। গ্রাম্য ডাক্তারের নাম জাকারিয়া। তিনি ধলা হাই স্কুলের শিক্ষক এবং সেই সাথে ৩ মাসের কোর্স করে ফার্মেসী চালাচ্ছেন ডাক্তার হিসেবে।
ডা. হাবিবুর রহমান সোহাগ আরও বলেন, বাংলাদেশ এর অধিকাংশ মানুষ এমবিবিএস/বিডিএস ডাক্তার এবং এসব কোর্স করা কোয়াকদের মধ্যে তফাৎ বুঝতে পারেনা। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে এসব সুযোগ সন্ধানী স্যাকমো/ম্যাটস/ডিএমএফ/এলএমএফ-রা।
আরও পড়ুন