যশোরের কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকে খালি গায়ে অপারেশন করার সময় স্যাকমো ফিরোজ কবিরকে আটক করেছেন ভ্রাম্যমান আদালত
যশোরের কেশবপুর কপোতাক্ষ ক্লিনিকে খালি গায়ে অপারেশন করার সময় স্যাকমো ফিরোজ কবিরকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে তাকে ঐ ক্লিনিকের অপারেশন থিয়েটার থেকে আটক করা হয়। আটক ফিরোজ কবির সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদে চাকরি করেন।
ঘটনা সম্পর্কে ডা. ইমদাদ হোসেন শামীম জানান, গোপন তথ্যের ভিত্তিতে কেশবপুরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে একটা টিম গিয়ে ভুয়া চিকিৎসক ফিরোজ কবিরকে হাতে নাতে ধরি। সাথে সাথে ছবি, ভিডিও ও সব ধরনের প্রমাণ রাখি। ওটির ভেতরে গিয়ে আমার নিজেরই চক্ষু চড়কগাছ। হার্নিওপ্লাস্টি অপারেশন করছে, কোন সার্জন নাই এনেস্থেটিস্ট নাই। এবং আমরা যাবার পরেও বীরদর্পে তারমতো কাজ করেই যাচ্ছে। গায়ে ওটি গাউন তো দুরের কথা একটা ওটি ড্রেস ক্যাপ কিছুরই বালাই নাই।
তিনি আরও জানান, বেশ কয়েকবার যোগাযোগ করার পর ম্যাজিস্ট্রেট আসলেন। সকল ভিডিও ফুটেজ দেখানো হল। আমাদের কনসালট্যান্ট এই সংক্রান্ত আইন ও তাকে স্মরণ করে দিলেন। আমরা আমাদের মতো করে বললাম। দীর্ঘক্ষণ বিচার বিশ্লেষণ করে এসিল্যান্ড দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
উল্লেখ্য এর পূর্বে কেশবপুরের ইতিহাসে কখনো কোন ভুয়া ডাক্তারের এরকম শাস্তি হয়নি। আমাদের UHFPO মহোদয়, বিশেষত, এনেস্থিসিয়া কনসালট্যান্ট স্থানীয় হবার সুবাদে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্ত্রী একজন চিকিৎসক হবার সুবাদে সম্ভবত শেষ পর্যন্ত এই "ন্যুনতম" শাস্তি দেওয়া গেল। আদেশে সিগ্নেচার করার পর একদল পাতি নেতা এসে সুপারিশ করা শুরু করল। শেষ পর্যন্ত কোন কাজ হয়নি।
আরও পড়ুন