Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মিথ্যা সংবাদ প্রচার করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে চিকিৎসকের মামলা

Main Image

ডা. কাজী মোহাম্মদ ইলিয়াস


মিথ্যা সংবাদ প্রচার করার অভিযোগে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ডা. কাজী মোহাম্মদ ইলিয়াস। শনিবার (১ ফেব্রুয়ারি) শরীয়তপুরের পালং মডেল থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার অভিযোগে- যে সকল সাংবাদিক মিথ্যা সংবাদ প্রচার করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আর্জি করেছেন ডা. কাজী মোহাম্মদ ইলিয়াস।

 

মামলার অভিযোগে ডা. কাজী মোহাম্মদ ইলিয়াস বলেন, গত ২৮ জানুয়ারি শরীয়তপুর সদর হাসপাতালে ইনডোরে রাউন্ডের সময় এস্কেন্দার চৌকিদার (৭০) বছরের বৃদ্ধ বুকে ব্যথা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন। ঐ ব্যক্তির ১২ ঘন্টা যাবত বুকের ব্যথা অব্যাহত ছিল। রোগীর সামগ্রিক লক্ষণ দেখে তাৎক্ষণিকভাবে হাসপাতালের ইসিজিসহ সাথে সাথে হার্ট অ্যাটাকের সর্বোচ্চ চিকিৎসা প্রদান করি এবং হার্টের একটি s.troponin-i (quantitative) পরীক্ষা করার নির্দেশ দেই। অতঃপর রোগীর কর্তৃপক্ষ দালালদের মাধ্যমে প্রতারিত হয়ে সদরের নিম্নমানের মডার্ন ডায়াগনস্টিক সেন্টার হতে s.troponin-i (quantitative) পরীক্ষা করে আনেন। উক্ত পরীক্ষার রিপোর্টটি দেখে আমি পুনরায় s.troponin-i (quantitative) পরীক্ষার জন্য নির্দেশ দেই। এই কথা বলার পর মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষ ক্ষিপ্ত হয়ে অর্থের বিনিময়ে দেশটিভির সাংবাদিক আকাশ (২৫), দৈনিক খবরপত্রের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম রনি (৩৫), সময়ের কণ্ঠস্বর অনলাইন পত্রিকা ও বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস (৩৩) সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করায় আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন তথা সামাজিকভাবে মানহানীর সম্মুখীন হয়েছি। 

 

পরবর্তীতে ২৮ জানুয়ারি বিকেল বেলা হাসপাতালে কর্তব্যরত মহিলা ডাক্তার ঐ রোগীর অবস্থা দেখে রোগীর সুস্থতার জন্য এবং রোগীর উন্নত ভালো চিকিৎসা পাওয়ার জন্য ঢাকা রেফার্ড করেন। পরবর্তীতে আমি ৩১ জানুয়ারি সংবাদ কর্মীদের সংবাদ প্রচারের মাধ্যমে জানতে পারি যে, ঢাকা মিডফোর্ট হাসপাতালে ঐ রোগীটি মারা গেছেন। এই মৃত্যুকে কেন্দ্র করিয়া শরীয়তপুর জেলার ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ করেন। এই মিথ্যা সংবাদ প্রচার করার কারণে আমার মানহানী তথা ডাক্তারদের ভাবমূর্তি ও মানহানী হয়েছে।  

এমতাবস্থায় কিছু অসাধু সাংবাদিক অর্থাৎ আমার বিরুদ্ধে যেসকল সাংবাদিক মিথ্যা সংবাদ প্রচার করেছে তাহাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট শরনাপন্ন হইলাম।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আমার বিরুদ্ধে যেসকল সাংবাদিকরা মিথ্যা সংবাদ প্রচার করেছে সেসকল সাংবাদিকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে জনাবের সদয় মর্জি হয়।”

 

আরও পড়ুন