Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের চক্ষু বিশেষজ্ঞ দল

Main Image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দিচ্ছেন সিঙ্গাপুরের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এরআগে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারা আজ শনিবার (১ ফেব্রুয়ারি) তারা রাজধানীর চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চোখের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসা সেবা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগামীকাল রোববারও তারা এই দুটি প্রতিষ্ঠান চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহত চোখের রোগীদের চিকিৎসা দেবেন। 

 

আরও পড়ুন