Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আসক্তিহীন নতুন ব্যথানাশক ওষুধ অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

Main Image

আসক্তিহীন নতুন ব্যথানাশকের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ)


আসক্তিহীন নতুন ব্যথানাশকের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ)। প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য স্বল্পমেয়াদি ব্যথার চিকিৎসায় ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অনুমোদিত নতুন ওষুধের ব্র্যান্ড নাম জারনাভ্যাক্স। এটি মানুষের শরীরের ব্যথার সংকেত মস্কিষ্কে পৌঁছানোর আগেই কাজ শুরু করে।

 

জারনাভ্যাক্সের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভারটেক্স ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, নতুন ওষুধটিতে আসক্তি সৃষ্টিকারী উপাদান ওপিওয়েড নেই। এটি মাঝারি থেকে শুরু করে গুরুতর ব্যথার উপশম করতে কার্যকর।

 

যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ব্যথানাশক রোগের জন্য আসক্তিজনিত সমস্যায় হিমশিম খাচ্ছে। ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে জাতীয় লজ্জা বলে উল্লেখ করেন। এমনকি এজন্য জনস্বাস্থ্যজনিত জরুরি অবস্থারও ঘোষণা দেন।

 

মানুষের শরীরে নতুন ব্যথানাশকের কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। এর ফলাফলের ভিত্তিতে এফডিএ জানিয়েছে, জারনাভ্যাক্স অস্ত্রোপচারের পর ব্যথা কমানোর ক্ষেত্রে কার্যকর। এটিকে জনস্বাস্থ্য খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, প্রতি বছর হাজার হাজার মানুষ আসক্তি উদ্রেগকারী ওপিওয়েড ব্যবহারের কারণে মারা যান। ২০২২ সালে মাত্রাতিরিক্তি ওপিয়েডের কারণে ৮২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

 

কোম্পানি জানিয়েছে, ব্যথানাশক নতুন এ ওষুধের প্রতিটি ক্যাপসুলের দাম সাড়ে ১৫ ডলার। তবে এ ওষুধ শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর কিনা তা এখনো জানা যায়নি।

আরও পড়ুন