দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আগুন লেগে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আগুন লেগে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হননি। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টায় হাসাপাতালের চতুর্থ তলার পুরুষ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, হাসাপাতালের পঞ্চম তলায় নির্মাণ কাজ চলছে। সেখানে শুক্রবার বিকেলে দরজা জানালার গ্রিলের কাজ চলছিল। এ সময় আগুনের স্ফুলিঙ্গ চতুর্থ তলার বারান্দায় পড়ে। এতে বারান্দায় পড়ে থাকা ফোমসহ পরিত্যক্ত কিছু জিনিসপত্রে আগুন ধরে। পরে তা দ্রুত চতুর্থ তলায় পুরুষ মেডিসিন ওয়ার্ডে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতংকিত হয়ে ছুটোছুটি শুরু করে। এ সময় পুরো ওয়ার্ড ধোঁয়ায় ছেয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রেণে আনে।
ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল মালেক বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কয়েকটি বেড ও অক্সিজেনের লাইন পুড়ে গেছে। যে কক্ষে আগুন লেগেছিল সেটি ইউনিট ওয়ান (সাদা)। সেখানে ২১ রোগী ছিল। তারা নিরাপদে রয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা জাহাঙ্গীর আলম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন