Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ট্রাম্পের সহায়তা বন্ধের জের: চাকরি অনিশ্চয়তায় আইসিডিডিআরবির সহস্রাধিক জনবল

Main Image

বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি)


মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈদেশিক অর্থ সহায়তা বন্ধের সিদ্ধান্তের প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রেও (আইসিডিডিআরবি)।

এতে অনিশ্চিত হয়ে পড়েছে সংস্থাটির অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্পে নিয়োজিত এক হাজারেরও বেশি কর্মকর্তা-কর্মচারীর চাকরি।

 

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণাসমূহ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। আমাদের সেবা গ্রহীতা, বিভিন্ন অংশীদার ও সহকর্মীদের অসুবিধার জন্য সহানুভূতি ও দুঃখ প্রকাশ করছি। আশা করছি, পুনরায় আমাদের কার্যক্রম শুরু করতে পারবো।

আরও পড়ুন