রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ম্যাটস শিক্ষার্থীরা ইন্টার্নি/ট্রেনিং করতে পারবেন না। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালকের পক্ষে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশের কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অননুমোদিত এ ধরনের ব্যক্তিবর্গ অত্র হাসপাতালে পাওয়া গেলে সংশ্লিষ্ট ওয়ার্ড/ডিপার্টমেন্টের সকলকে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হলো। উপরোক্ত বিষয়ে হাসপাতালের বিভাগীয় প্রধান/ইউনিট প্রধানসহ সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধু নিম্ন বর্ণিত ব্যক্তিবর্গ সরকারি আদেশ মোতাবেক ইন্টার্নি/ট্রেনিং করতে পারবেন।
তারা হলেন- ১. ডক্টরস সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অধীনে ৬ মাস হতে ২ বছর মেয়াদী কোর্স/ট্রেনিং করতে পারবেন।
২. ডক্টরস এইচএমও সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের অধীনে ৬ মাস হতে ২ বছর মেয়াদী ট্রেনিং করতে পারবেন।
৩. নার্সিং স্টুডেন্ট/ নার্সিং মিডওয়াইফারী স্টুডেন্ট (সরকারী/ বেসরকারী) বিভিন্ন বিভাগ/ওয়ার্ডের অধীনে ১ মাস ১৫দিন/ ৪ মাস/ ৫ মাস/ ৬ মাস মেয়াদী ট্রেনিং করতে পারবেন।
৪. আইএচটি (সরকারী/ বেসরকারী) ল্যাবরেটরি মেডিসিন, ফার্মেসী, প্যাথলজি, রেডিওলজি, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি, ডেন্টাল বিভাগের অধীনে ৩ মাস/ ৪ মাস/ ১৫ দিন মেয়াদী ট্রেনিং করতে পারবেন।
৫. রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা মনোবিজ্ঞানের অনুমোদিত ছাত্র মনোরোগ বিভাগের অধীনে ৪ মাস/ ৬ মাস মেয়াদী ট্রেনিং করতে পারবেন।
আরও পড়ুন