জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস এন্ড গাইনি বিভাগের গাইনি অনকোলজি ইউনিটের উদ্যোগে হাসপাতাল চত্বরে সচেতনতামূলক র্যালি ও টিকাদান কর্মসূচি পালিত
জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস এন্ড গাইনি বিভাগের গাইনি অনকোলজি ইউনিটের উদ্যোগে হাসপাতাল চত্বরে সচেতনতামূলক র্যালি ও টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
আরও ছিলেন- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস এবং গাইনী বিভাগের প্রধান প্রফেসর ডা. রাশিদা খানম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি অনকোলজি ইউনিট-এর প্রধান প্রফেসর ডা. এসএম শাহীদা, জিওএসবির প্রেসিডেন্ট প্রফেসর ডা. সাবেরা খাতুন এবং মহাসচিব প্রফেসর ডা. নাজমা হক, বিডিএসসিসিপির প্রেসিডেন্ট প্রফেসর ডা. আশরাফুন্নেছাসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক।
সচেতনতামূলক র্যালি ও টিকাদান কর্মসূচির সায়েন্টিফিক পার্টনার ছিল ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্যাপিলোভ্যাক্স।
আরও পড়ুন