Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


হেপাটোলজি সোসাইটির নতুন সভাপতি অধ্যাপক ডা. শাহিনুল আলম

Main Image

অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম


বাংলাদেশ হেপাটোলজি সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নব-ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। রোববার (২৬ জানুয়ারি) বিএসএমএমইউর হেপাটোলজি বিভাগের ক্লাস রুমে সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

 

হেপাটোলজি সোসাইটির মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বারডেমের সহযোগী অধ্যাপক ডা. মো. গোলাম আযম। এছাড়া সহ-সভাপতি পদে অধ্যাপক ডা. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে ডা. মো. মাহবুবুল আলম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. মো. সাইফুল ইসলাম এলিন দায়িত্ব পালন করবেন।

 

কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. মো. কামরুল আনাম, সাংগঠনিক সম্পাদক পদে ডা. এসকেএম নাজমুল হাসান, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক পদে ডা. তানভীর আহমেদ, সদস্য পদে অধ্যাপক ডা. মো. একমত আলী, ডা. মো. মোতাহার হোসেন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. নুরুল ইসলাম এবং ডা. মো. হারুন অর রশিদ দায়িত্ব পালন করবেন।

 

সাধারণ সভায় দেয়া বক্তব্যে অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম সোসাইটি পক্ষ থেকে লিভার রোগ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধে কার্যক্রম জোরদার, তৃণমুলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম চালু, গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও সোসাইটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজস্ব তহবিল বাড়ানোর পরামর্শ দেন। 

আরও পড়ুন