দেশে প্রথমবারের মত ক্লিনিক্যাল সেটিং এ ব্রেস্ট ক্যান্সারের এইচআরডি এবং থ্যালাসেমিয়ার মলিকুলার টেস্ট সুসম্পন্ন হয়েছে বগুড়ার টিএমএসএস মেডিকেলে
দেশে প্রথমবারের মত ক্লিনিক্যাল সেটিং এ ব্রেস্ট ক্যান্সারের HRD এবং থ্যালাসেমিয়ার মলিকুলার টেস্ট ( NGS: Nextsec p1000, US FDA approved pillar panel reagents; pivat bioinformatics pipeline) সুসম্পন্ন হয়েছে বগুড়ার টিএমএসএস মেডিকেলে। শসিবার (২৫ জানুয়ারি) টেস্টটি সফলভাবে শুরু হয়েছে।
আনন্দঘন মুহুর্তে উপস্থিত ছিলেন টিএমএসএস এর এক্সিকিউটিভ এডভাইজার ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর-২ ডা. মতিউর রহমান, বগুড়া বিএমএ’র সভাপতি ডা. আজফারুল হাবিব রোজসহ অনেকে।
আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান মাইহেলথঅমিক্স কোম্পানির ক্যান্সার বিজ্ঞানী ডা. পল মেইনওয়ারিং এবং মোসাদ্দেক শহীদ। শীঘ্রই ল্যাবে Myeloid এবং Solid tumor panel NGS শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন