যশোর মেডিকেল কলেজের হাসপাতালের মেডিসিন বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে রোগীর স্বজন কর্তৃক হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা
যশোর মেডিকেল কলেজের হাসপাতালের মেডিসিন বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে রোগীর স্বজন কর্তৃক হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। শনিবার (২৫ জানুয়ারি) হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা, নিরাপদ কর্মস্থল ও চিকিৎসকের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা।
শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে নজরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর আত্মীয়-স্বজনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. ইফতেখাইরুল আলম শুভকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। এ সময় হাসপাতালের অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে জরুরী বিভাগে চিকিৎসা দেন।
সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করেন।
আরও পড়ুন