Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


যশোর মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Main Image

যশোর মেডিকেল কলেজের হাসপাতালের মেডিসিন বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে রোগীর স্বজন কর্তৃক হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা


যশোর মেডিকেল কলেজের হাসপাতালের মেডিসিন বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ইফতেখাইরুল আলম শুভকে রোগীর স্বজন কর্তৃক হামলা চালিয়ে আহত করার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। শনিবার (২৫ জানুয়ারি) হাসপাতাল চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা, নিরাপদ কর্মস্থল ও চিকিৎসকের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা। 

 

শুক্রবার রাত পৌনে এগারোটার দিকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ মেডিসিন বিভাগে নজরুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর আত্মীয়-স্বজনসহ অজ্ঞাতনামা ৩-৪ জন ক্ষিপ্ত হয়ে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ডা. মো. ইফতেখাইরুল আলম শুভকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। এ সময় হাসপাতালের অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে জরুরী বিভাগে চিকিৎসা দেন।
 

সংবাদ পেয়ে যশোর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করেন। 

আরও পড়ুন