শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসোমেক) হাসপাতাল
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসোমেক) হাসপাতালে বন্ধ হলো ম্যাটসের ট্রেনিং। শনিবার (২৫ জানুয়ারি) এক অফিস আদেশে এই নির্দেশ দেন হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউর রহমান।
পরিচালকের আদেশে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেয়া পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের যে কোন ধরনের (MATS) হাতে কলমে প্রশিক্ষণ প্রদান সাময়িকভাবে বন্ধ করা হইলো।’
এরআগে, শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসোমেক) হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে আল্টিমেটাম দেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে প্রশাসন ও হাসপাতাল পরিচালকে শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (শসোমেক) হাসপাতালে কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ওয়ার্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। সারাদেশ থেকে ভর্তির জন্য রেফার্ড হয়ে আসা অসংখ্য রোগী প্রতিদিন শসোমেকহায় ভর্তি হন। প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই এই রোগীদের চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কাজে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীদের হস্তক্ষেপ যে কোন রোগীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা রোগীদের চিকিৎসা করার চেষ্টা করছেন। যা এই ধরনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠানে কোনভাবেই কাম্য নয়।
বিজ্ঞপ্তিতে তারা আরও বলেন, সারাদেশের স্বাস্থ্যসেবার অন্যতম প্রাণকেন্দ্র শসোমেকহায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের জন্য কোনভাবেই ব্যবহার করা যাবে না। এই ধরনের কার্যক্রম উক্ত হাসপাতালের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। সাধারণ রোগীদের মধ্যে অসন্তোষের জন্ম দিচ্ছে- যা পরবর্তীদের যেকোন অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাতে ভূমিকা রাখতে পারে।
এদিকে, ‘মেডিকেল ট্রেনিং স্কুল’ এর নাম পরিবর্তন করে ‘ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স’ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পত্রের প্রেক্ষিতে চিকিৎসক মহলে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে নবীন চিকিৎসক ও ইন্টার্নদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে বিভিন্ন মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক পরিষদ কর্তৃক মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে ম্যাটস শিক্ষার্থীদের ট্রেনিং বন্ধের আল্টিমেটাম দেয়ার মধ্য দিয়ে। তারই ধারাবাহিকতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর ট্রেনিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন