Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


রাজনৈতিক প্রতিহিংসার শিকার চিকিৎসকদের বক্তব্য শুনবে বিএসএমএমইউ

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)


বিগত আওয়ামী লীগ আমলে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া চিকিৎসকদের প্রতিকারের উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। বুধবার (৮ জানুয়ারি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে প্রতিষ্ঠানটি। ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের ৩ কর্মদিবসের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এই অফিস আদেশ জারি করেন।

 

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার চিকিৎসকদের প্রতিকারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিন্ডিকেট সভার বরাত দিয়ে অফিস আদেশে বলা হয়েছে, ‘২০০৩ থেকে ২০০৬ সালে নিয়োগকৃত যেসব মেডিকেল অফিসার বা গবেষণা সহকারী গত ১৬ থেকে ১৭ বছর যাবত রাজনৈতিক প্রতিহিংসার কারণে পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ফেজ-এ রেসিডেন্সি কোর্সে ভর্তি হওয়ার পরেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভর্তি হতে পারেননি অথবা ভর্তি হওয়ার পরেও রাজনৈতিক কারণে কোর্স আউট হয়েছেন, তাদেরকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রমাণপত্রসহ রেজিস্ট্রারের দপ্তরে আবেদন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

আরও পড়ুন