Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধের দাবি রাঙামাটি মেডিকেলের শিক্ষার্থীদের

Main Image

রাঙামাটি মেডিকেল কলেজ


যেসকল মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ শুরু হয়েছে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন রাঙামাটি মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এই দাবি জানান তারা। 


বিবৃতিতে মেডিকেল শিক্ষার্থীরা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিছু ক্লিনিক্যাল ওয়ার্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। সারাদেশ থেকে ভর্তির জন্য রেফার্ড হয়ে আসা অসংখ্য রোগী মেডিকেল কলেজগুলোতে ভর্তি হন। প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই এই রোগীদের চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কাজে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীদের হস্তক্ষেপ যেকোন বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা রোগীদের চিকিৎসা করার চেষ্টা করছেন- যা এই ধরনের জনগুরুত্বপূর্ণ টারশিয়ারি লেভেলের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনভাবেই কাম্য নয়। 

 

তারা আরও বলেন, দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মতো রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালেও যদি এমনটা করা হয়, তাহলে এর প্রতিবাদে চিকিৎসক ও সচেতন মহলকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থী। পাশাপাশি যেসব মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ শুরু করেছে অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে। 

 

বিবৃতিতে মেডিকেল শিক্ষার্থীরা বলেন, কোন পেশাজীবীর সাথেই আমাদের কোন বিরোধ বা আক্রোশ নেই। প্রত্যেক পেশার মানুষদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে পদায়ন চাই। বিশেষ করে- রোগীদের নিরাপত্তা ও দেশের স্বাস্থ্যখাতের সুনাম রক্ষায় মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হওয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ কার্যক্রম অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। 

আরও পড়ুন