Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধের দাবি গোপালগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের

Main Image

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল


আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ বেড সদর হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধে আল্টিমেটাম দিয়েছেন মেডিকেলের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ ২৫০ বেড সদর হাসপাতালে (গাইনী ও সার্জারি ওয়ার্ডে) কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ওয়ার্ডে প্রশিক্ষণ নিচ্ছে। গোপালগঞ্জ সদর সহ বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে প্রতিদিন অসংখ্য রোগী এই হাসপাতালগুলোতে ভর্তি হন। প্রয়োজনীয় দক্ষতা ছাড়াই এই রোগীদের চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কাজে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীদের হস্তক্ষেপ যে কোন রোগীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাদের এই ধরনের কার্যক্রম রোগী অসন্তোষসহ চিকিৎসকদের চিকিৎসা পেশার মান নষ্ট করছে- যা ডাক্তারদের (এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী) সেবামূলক পেশাদারিত্ব কাজে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস উঠে যাচ্ছে। যা পরবর্তীতে অনাকাঙ্খিত ঘটনার সূত্রপাত ঘটাতে পারে। তাই চিকিৎসাসেবামূলক সংবেদনশীল স্থানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষণার্থীদের সেবা দেওয়ার চেষ্টা কাম্য নয়। 

 

বিজ্ঞপ্তিতে তারা বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রশাসন ও পরিচালক এবং গোপালগঞ্জ ২৫০ বেড সদর হাসপাতালের পরিচালক মহোদয়কে কঠোরভাবে জানাচ্ছি যে, হাসপাতাল দুটিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সকল প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যেিই বন্ধ করতে হবে। 

আরও পড়ুন